গুগলের নতুন AI BARD: An important next step on our AI journey

গুগলের নতুন AI BARD। অনেকেরই ধারণা ChatGPT কে চ্যালেঞ্জ ছুড়ে দিতেই গুগলের এই এআই এর আগমন। গত ৬ ফেব্রুয়ারী Google এর অফিশিয়াল ব্লগে সুন্দর পিচাই Bard Ai কে পরিচয় করিয়ে দেন সবার সাথে। ধারনা করা হয় এটি খুব শক্তিশালী, ইভেক্টিভ এবং ক্রিয়েটিভ ভাবে অনেক তথ্য জেনারেট করতে সক্ষম হবে। এটি মানুষের পার্সোনালিটি অনুযায়ী একই বিষয়ের বিভিন্ন তথ্য জেনারেট করতে সক্ষম হবে বলে ধারণা করা হয়। এই Language Model for Dialogue Applications -LaMDA দ্বারা নির্মিত এবং পরিচালিত। আশাকরা যাচ্ছে এই কয়েক সপ্তাহের মধ্যেই আমরা পেয়ে যাবো। আমাদের টেক দুনিয়াকে আরো সহজ করতে সহায়তা করবে এই BARD ।